• rsz_prime-minister


 

পটভূমিঃ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৭২ সালে এজি (পূর্ব পাকিস্তান) কে এজি (সিভিল) হিসাবে নামকরণ করা হয়। স্বাধীনতার পর এজি (সিভিল), এজি (ওয়ার্কস এন্ড ওয়াপদা), এজি (মিলিটারি একাউন্টস) পূর্বের ধারাবাহিকতায় কাজ সম্পাদন করতে থাকে। সিজিএ অফিসের অধীনে বর্তমানে ৫২ টি সিএএফও অফিস ও ৮ টি ডিভিশনাল অফিস, ৫৬ টি ডিএএফও অফিস এবং ৪৯২ টি ইউএও অফিস রয়েছে।

প্রধান হিসারবক্ষণ কর্মকর্তার অফিস প্রতিষ্ঠাঃ ১৯৮৩ সালের পর থেকে মোট ২০ টি সিএও অফিস প্রতিষ্ঠা করে তা সরাসরি সিজিএ এর প্রশাসনিক নিন্ত্রণাধীন করা হয়। এর পর  পহেলা জুলাই ২০০২ সাল থেকে ২০ টি সিএও অফিসের পরিবর্তে মোট ৫২ টি সিএও অফিস নিয়ে সিজিএ অফিস তার কার্যক্রম পরিচালনা করে আসছে।

অফিসের নাম পরিবর্তনঃ অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন নং-০৭.০০.০০০০.০৮২.১৫০০২.১৯-৪৭৬ তারিখ: ১৮.১১.২০১৯ খ্রি. এর মাধ্যমে প্রধান হিসাবরক্ষণ কার্যালয় এর নাম পরিবর্ন করে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয় নামকরণ করা হয়। যার ফলে সিএও, নৌ-পরিবহন মন্ত্রণালয সিএএফও, নৌ-পরিবহন মন্ত্রণালয় হিসেবে পরিচিতি পায়।