• rsz_prime-minister
  • rsz_prime-minister


 

সিএএফও শিপিং কার্যালয়ের দায়িত্ব/কার্যাবলি

১। অত্র কার্যালয়ের সামগ্রিক/সার্বিক নিয়ন্ত্রক/কার্যভার।
২। কেন্দ্রীয় নিরীক্ষণের অধীনে অত্র কার্যালয়ের নিয়ন্ত্রনাধীন সকল অফিসের ব্যয়ের নিরীক্ষণ।
৩। নিয়ন্ত্রণাধীন সকল অফিসের বেতন ও আনুষাঙ্গিল বিল প্রদান।
৪। নৌ পরিবহন মন্ত্রণালয়ের বাজেট উপযোজন/বাজেটের পুনঃ উপযোজন ইত্যাদি।
৫। সব ধরনের টেলিফোন বিল প্রদান।
৬। কর্মকর্তা/কর্মচারীদের নিয়মিত এবং প্রয়োজন মাফিক দায়িত্ব বন্টন করা।
৭। প্রযোজ্যক্ষেত্রে রাজস্ব আদায় এবং সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা।
৮। অত্র কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ/নিশ্চিত করা।
৯। সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত আইন, অধ্যাদেশ, বিধি এবং নির্দেশনা অনুযায়ী এই কার্যালয়ের প্রশাসন ও কার্য সম্পাদন।
১০। অত্র কার্যালয়ের যথাযথ কার্যক্রম ও শৃঙ্খলা বজায় রাখা।
১১। তাঁর অধীনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সর্বোচ্চ ক্ষমতায় সীমাবদ্ধতা রেখে সুষ্পষ্ট স্থায়ী আদেশ জারি করা।
১২। সরকার কর্তৃক প্রদত্ত অন্য কোনো দায়িত্ব।